The Bangladeshi Community in Donegal is a registered community organisation of the Public Participation Network (Registration no-PPN 00527) under the Department of Rural and Community Development (DRCD). It organises community activities such as celebrating Bengali festivals like the Mother Tongue Event in 24th February, family get-togethers, intercultural and social inclusion work. The Association also promotes Bengali heritage and culture among the diverse communities in Donegal. The Bangladeshi Community in Donegal was established in 2018 based on equality, human rights and cross-community friendship. The Association is affiliated to Donegal Intercultural Platform.

বাংলাদেশী কমিউনিটি ইন ডোনেগাল আইরিশ সরকারের ডিপার্টমেন্ট অব রুরাল এন্ড কমিউনিটি ডেভলপমেন্টের পাবলিক পার্টিসিপেশন নেটওয়ার্ক থেকে রেজিষ্টার প্রাপ্ত একটি কমিউনিটি সংগঠন। রেজিষ্ট্রেশন নম্বার পিপিএন ০০৫২৭।ডোনেগাল বাংলাদেশী কমিউনিটি প্রবাসে বাংলাদেশী বিভিন্ন উৎসব উদযাপন করে থাকে যেমন ঈদ, পহেলা বৈশাখ বিভিন্ন সময় পারিবারিক মিলনমেলার ও আয়োজন করে থাকে।কমিউনিটির ব্যক্তিবর্গের মধ্যে সম্প্রীতি ও সমন্বয় সাধন করার লক্ষে ২০১৮ সালে এই সংগঠন প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে লিঙ্গ সমতা, মানবাধিকার ও অন্যান্য কমিউনিটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাসী।বিদেশে নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরাও এই সংগঠন প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য।